
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার
(১৫ই জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর পাটকেলঘাটায় বৈদ্যুতিক মিনি ঠিকাদার এসোসিয়েশনের আয়োজনে পুরানো শিডিউল বাতিলপূর্বক ৮০% রেড সিডিউল বৃদ্ধির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মিনি ঠিকাদার এসোসিয়েশনে শাখার সভাপতি গোলাম সরোয়ার। এতে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ শাহাবাজ আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মখফুর রহমান জান্টু,
সহ-সভাপতি মিজান জোরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, আবু বকর, প্রচার সম্পাদক আল-আমিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্টানে ভ্যাট বৃদ্ধি পেয়েছে একাধিক বার কিন্তু আমাদের রেট একবারও বৃদ্ধি পায় নি। এটা আমাদের রুটি রুজির দাবি। সর্বশেষ দর বৃদ্ধি হওয়ার পর সরকারি মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রতিবছর বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের কাজের রেট বৃদ্ধি পায়নি। আমাদের দৈনন্দিন খরচ বৃদ্ধি পেয়েছে যেখানে একজন শ্রমিকের মাসিক বেতন ৮ থেকে ১২ হাজার টাকার মধ্যে ছিল সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। এছাড়া পরিবহন খরচ প্রায় দ্বিগুণ বেড়েছে। কোথাও কোথাও তিনগুণ- চার গুণও বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের মিনি ঠিকাদারী কাজের রেট অদ্যবধি বাড়েনি ।সরকারি সকল সিভিল সেক্টর গুলিতে কাজের দর বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের অপরাধ কি? আমরা মানুষকে সেবা দিয়ে মানুষের ঘরকে আলোকিত করে রাখার জন্য নিজেরা দিন-রাত পরিশ্রম করি তার পুরস্কার শুরু আমাদের উপর প্রতিবছর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়। অথচ আমাদের রেট/দর বৃদ্ধি করা হয় না তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজনে আমরা সকল প্রকার দরপত্রে অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। এরপরেও যদি রেট/দর বৃদ্ধি না হয় তাহলে আমরা সকল প্রকার লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ বন্ধ করে দেয়ার মত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। বক্তারা রেট/দর বৃদ্ধি করে পরিবার পরিজন নিয়ে সুখী স্বাচ্ছন্দে জীবন যাপন করার ব্যবস্থা করার জন্য চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপরে তারা ৮০% রেট সিডিউল বৃদ্ধি করার জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমানের মাধ্যমে মাননীয় চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।