নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটায় প্রতারণা করে পেশি শক্তি দ্বারা জমি দখলের পায়তারা করছে বড়বিলা গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে আমেরিকা প্রবাসী আব্দুল মান্নান মোল্লা (৫৫ )। পরসম্পদ লোভী এই মান্নান গত ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে তার অনুগত বাহীনী নিয়ে নালিশি জমিতে ভোগ দখলিও থাকা নিরিহ ব্যাক্তিদের উপর হামলা চালায়।
পরে ভুক্তভুগী ইসমাইল সরদার ২০২২সালের ১৪ নভেম্বর মামলা দায়ের করেণ। যার পিটিশন ২২২৮/২২ ( পাটঃ) এর আগে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে জানা যায়, ভুক্তভোগী গত বছর ২০২২ সালের ৩ নভেম্বর তারিখে তফসিল বর্ণিত সম্পত্তি জাহানারা বেগমের পিতা-ফকির আহমেদ মৃত্যুর পরে ফারাজী সম্পতি বিনিময় বিক্রয় মুলে গ্ৰহন করেন ইসমাইল সরদার( ৪৭ ) শহিদুল ইসলাম ,নুর ইসলাম মোড়ল( ৫৮) মফিদুল মোড়ল( ৪৫) রিয়াজ উদ্দীন,(৬২) সহ মোট চার জনের নামে ১৯৬২ এবং ১৯৬৩ দাগের শাকদাহ মোজায় জমি হস্তান্তর করা হয়।বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা গত দুই মার্চ ২০২৩ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (১৪৫ ) ধারায় মামলা দায়ের করেণ।
মামলা সুত্রে জানা যায় ,আদালত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য তালা সহকারী কমিশনার ভূমি ও থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেন। এবং বিক্রি বিনিময় দলিলের কপি নথিভুক্ত করার নির্দেশ প্রদান করেণ। এমোতাবস্থায় অভিযুক্তকারীরা ভুক্তভোগীদের খুন জখম করার হুমকি প্রদান করছে। এতে করে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।