নিজস্ব প্রতিবেদক,তালা:
পাটকেলঘাটার কুমিরায় রাজকুমার হোড় নামের এক ব্যবসায়ীর জোর পূর্বক সম্পত্তি দখলের চেষ্টা সহ গাছ কাটার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীর। সোমবার (১৩ মার্চ) কুমিরা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন, একই এলাকার রবিন হোড় (৫৫) ও ছেলে তপন হোড় (৩০)।
সরজমিনে গেলে ভুক্তভোগী জানায়, কুমিরা মৌজার ৯৩৪’৯৩৫ দাগের সম্পত্তি নিয়ে প্রতিবেশি দাদু রবিন হোড়, ছেলে তপন হোড়ের সাথে বছর তিনেক ধরে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে কয়েকবার তার বাবা কৃষ্ণপদ হোড়কে মারপিট করে তপন । ওই সময় বাবাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। তৎকালীন সময়ে আমি পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু এলাকার প্রভাবশালী মহলের কারনে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। ঘটনার দিন ভুক্তভোগীর জমির সীমানাবর্তীতে একটি মোহগানি গাছ জোরপূর্বক রবিন বিক্রি করে দেয়। এ সময় তিনি বাঁধা দিতে গেলে তাকে ও স্ত্রীকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে তিনি ঘটনার দিন রাতেই পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করেন । বিষয়টি থানায় তদন্তকর্মকর্তা আলম পরিদর্শন করেছেন। এছাড়া জমির বিষয় নিয়ে তালা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বিচার চলমান রয়েছে। বলে দাবী করেন তিনি। বর্তমানে এলাকার একটি প্রভাবশালী মহলের ইন্ধনে তারা জমি দখল সহ গাছ কাটার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
অভিযোগ অস্বীকার করে রবিন হোড় বলেন, ওই গাছ আমার জমিও আমার । এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসে জমি মাপামাপি করে সীমানা নির্ধারন করে গেছে । এর স্বপক্ষে রায় আছে আমার কাছে রাজকুমার তার লাগানো গাছ বলে মিথ্যা দাবী করেছেন বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)কাঞ্চন কুমার রায় বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।