
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার কাটিপাড়া বাজারের আর সি.সি রাস্তার উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী প্রকোশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, ল্যাবরেটরী টেকনিশিয়ান মোঃ তারেক, আওয়ামীলীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, ঠিকাদার আব্দুস সামাদ ও ফজলুর রহমান। ৬২ লাখ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ৩৮০ মিটার ও প্রস্থ ৫ মিটার রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর গুরুত্বপূর্ণ বাজারে দুর্ভোগ লাঘভ হবে বলে ব্যবসায়ীরা জানান। তবে ব্যবসায়ীরা জানান, রাস্তার দু’ধারে পানি সরবরাহের জন্য ড্রেনেজ ব্যবস্থার দাবী জানান।