
#প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে জনশক্তিতে রূপান্তরিত করে দক্ষতা বৃদ্ধি
#দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জ্ঞানের বাতিঘর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম
পাইকগাছা প্রতিবেদক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে অবহেলিত সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী যাদের মধ্যে শিক্ষার আলো গ্রহণের সুযোগ কম, দূরবর্তী বিশ্ববিদ্যালয়ের পড়া সম্ভব নয় তাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- এটা সম্ভব হলে শিক্ষা বিস্তারে সহায়ক। এটি শুধু সার্টিফিকেট কোর্স করে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য নিজে উদ্যোক্তা হবেন। বিদেশে যেয়েও রেমিট্যান্স বাড়াতে পারবেন। তিনি আরো বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া নয় এর বাহিরে এদের কে জনশক্তিতে রূপান্তর করার জন্য দক্ষতা বৃদ্ধি করা। তাহলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানসম্মত শিক্ষা দিতে পারবে। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এসব কথা বলেন। সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (প্রশাসন), পিএইচডি অধ্যাপক সাঈদ ফেরদৌস। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) অধ্যাপক মো: আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র চেয়ারম্যান, আনোয়ার আলদীন, অধ্যক্ষ অধ্যাপক সমরেশ রায়, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপাধ্যক্ষ উৎপল দত্ত, অধ্যাপক শেক রুহুল কুদ্দুস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. ওহাব, আনিছুর রহমান, কমিউনিস্ট পার্টির আবদুল হান্নান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, রিপোর্টার্সের সভাপতি জিএম মিজানুর রহমান প্রমুখ। এসময় অব. উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম ইমদাদুল হক ও বর্তমান সদস্য সচিব এসএম ইমদাদুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা, শিক্ষক, সাংবাদিক, সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।