পাইকগাছা প্রতিবেদক:
পাইকগাছার লস্করে অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি প্রায় ৫ একর জমি উদ্ধার করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন, লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মীর রেজওয়ান আলী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার সদস্য রাকিব, আমিনুল ও জাহাঙ্গীর। অভিযানে অবৈধভাবে দখলে থাকা প্রায় ৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।
লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মীর রেজওয়ান আলী জানান, লস্কর ইউনিয়নের কড়ুলিয়া মৌজার এসএ খতিয়ান নং-০১, দাগ নং-৩০৪ এর প্রায় ০৫ একর সরকারি সম্পত্তি কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে জবরদখল পূর্বক ভোগ দখলের চেষ্টা করছিলেন।
এদের মধ্যে লস্করের আমির হোসেন খাঁর ছেলে এয়াকুব্বর আলী খাঁ প্রায় ০২ একর, ছমির খাঁর ছেলে জাহান বক্স খাঁ প্রায় ০১ একর, ছমির সরদারের ছেলে আব্দুল খালেক সরদার প্রায় ৬৬ শতক এবং আমির হোসেন খাঁর ছেলে ইউনুস আলী খাঁ প্রায় ৫০ শতক জমি অবৈধভাবে দখল করে নিয়েছিলেন।
সাথে সাথে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম মহোদয় কে অবহিত করলে তিনি ফোর্স প্রেরণ করেন। তাদের সহযোগিতায় আমরা সরকারি সম্পত্তি দখলমুক্ত করি এবং লাল পতাকা উত্তোলন করে দেই। এ সময় কিছু দিনমজুরকে উক্ত জমিতে বাঁধ দিতে দেখা যায়।
জানতে চাইলে তারা বলেন, লস্করের ইউনুস আলী খাঁর স্ত্রী হাসনাহেনা তাদেরকে উক্ত কাজের জন্য দিনমজুর হিসাবে নিয়োগ করেছেন। এর বেশিকিছু তারা জানেন না।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার কোন সুযোগ নেই। আমরা মাইকিং করে বিষয়টি সর্বসাধারণকে জানিয়ে দিয়েছি। অবৈধ দখলদার যেই হোক প্রশাসনের পক্ষ থেকে কোনরূপ ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।