
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ৬টি পরিবারের চলাচল রাস্তায় ঘেরা। অভিযোগে জানা যায় উপজেলার দেবদুয়ার গ্রামে শামছের গাজীর পুত্র নুরুল গাজীর অভিযোগে একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে হাসান গাজী, মৃত ওমর আলী গাজীর ছেলে আমিনুর ইসলাম, মৃত গনি গাজীর ছেলে রফিকুল ইসলাম ও আমিনুর গাজীর ছেলে আশিক গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৩/৮/২২তারিখ অভিযোগ করেন। সরকারি ইটের রাস্তার ইট রাতের আঁধারে চুরি করে একই রাস্তায় ঘেরা বেড়া দিয়ে ৬টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। ঘটনাটি ঘটেছে দেবদুয়ার গ্রামের আজীজ গাজীর বাড়ির পার্শ্ববর্তী জসীমউদ্দীন বিশ্বাসের বাড়ির সামনে। উক্ত রাস্তার উপর বাঁশের ঘেরা বেড়া দিয়ে ৬টি পরিবারের চলাচল সহ ব্যাটারিচালিত কয়েকটি ভ্যান গাড়ি আটকে আছে। বিবাদীদের হুমকিতে ও ভয়ে রাস্তা অবরুদ্ধের কারণে ভ্যান গাড়ি আটকে পড়ায় রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছে ৬টি পরিবার। এবিষয়ে নুরুল গাজী বলেন সরকারি রাস্তায় ঘেরা বেড়া দেয়ার সময় আমি ও এলাকার জন সাধারণ বাঁধা দিতে গেলে বিবাদীগণ ভাড়া করা গুন্ডা পান্ডা সহ দা,লাঠি,শাবল,লাবনা ও দেশী অস্ত্র শস্ত্র দিয়ে মারপিট করতে আসে ও বলে ঘেরা বেড়ায় কেউ হাত দিলে জীবনে শেষ করে ফেলবো, বিবাদীগণের এমন কর্মকান্ডে আমরা ৬টি পরিবার মানবেতর জীবন যাপন করছি তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে আমিনুর ইসলাম ও আশিক গাজীর কাছে জানতে চাইলে তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা নুরুল গাজীর জায়গা দিয়ে যাতায়াত করি ইতোমধ্যে আমাদেরকে তাদের রাস্তা দিয়ে না যেতে দেওয়ার কারণে আমরা সরকারি এই রাস্তাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথামতো ঘেরা বেড়া দিয়েছি। এবিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।