
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক: পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সোমবার সকালে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৬শ কম্বল বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি ৫শ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ১শ কম্বল প্রদান করেন। ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য উপজেলা আ.লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু পৌরসভা ও ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সম্পাদকদের কাছে এগুলো প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম শামছুর রহমান, হেমেশ চন্দ্র মন্ডল, এড. আবুল কালাম আজাদ ও জগদীশ রায়।