পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় একই আংটিতে সব রোগ সারাতে গিয়ে ধরা খেলেন দুই প্রতারক। বৃহস্পতিবার উপজেলার সোলাদানার আমুরকাটা বাজারে গাড়িতে মাইকিং করে বিক্রি কালে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর হাতে ধরা পড়ে। এ সময় পুলিশ তাদের দুজনকে আটক করে এবং ভ্রাম্যমান আদালতে বিচারক এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।
তারা হলেন সাতক্ষীরার মাধবকাটি এলাকার মতলেব সরদারের ছেলে আব্দুল হামিদ সরদার (৫০) ও আশাশুনি কুলাগ্রমের মৃত মেহের আলীর ছেলে শেখ নূর মোহাম্মদ (৬২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খালিদ হোসেন জানান, জনগনকে প্রতারনা করে একই অংটিতে গ্যাস্ট্রিক, বাত, এলার্জি ও মেয়েদের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে এমন অংটি বিক্রি কালে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন এ দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।