
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আগড়ঘাটা বাজারে পিতার সাথে সিংড়া কিনতে যেয়ে ইজিবাইকের চাপায় প্রাণ গেলো ৪ বছরের শিশু রেহসানের। মঙ্গলবার সকালে পিতা সিদ্দিক মোল¬ার দর্জি দোকানে আসে ছেলে রেহসান। এ সময় সে সিংড়া খেতে চাইলে পিতা ছেলেকে নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক রেহসানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘাতক ইজিবাইক চালক লতার প্রণব দ্রুত পালিয়ে যায়। উলে-খ্য, গত শুক্রবার টলি চাপায় পাইকগাছা-বড়দল সংযোগ সেতুর জিরো পয়েন্ট এলাকায় আল-আমিন নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়।