পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলা কমপ্লেক্সে বার্ষিক কর্মসূচী (এডিপি) এর আওতায় নির্মাণাধীন ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস গ্রাউন্ড ফ্লোর নিচতলা ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার পরিষদে গ্রাউন্ড ফ্লোর নিচতলা ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মমতাজ বেগম। এসময়ে উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সজল বিশ্বাস, জাহাঙ্গীর আলমসহ ঠিকাদার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু কাজের মান সন্তোষজনক অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে মেগাপ্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে উপজেলা ও গ্রাম পর্যায়ে ব্যাপক কাজ করে চলেছেন। তার ধারাবাহিকতায় উপজেলা কমপ্লেক্সে বার্ষিক কর্মসূচী (এডিপি) এর আওতায় নির্মাণাধীন ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান খান বলেন, বার্ষিক কর্মসূচী (এডিপি) এর আওতায় নির্মাণাধীন ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস নির্মাণে বাজেট ৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৩ শত ৮৩ টাকা। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিগত করোনাকালীন ও বৈশ্বিক সমস্যার কারণে কাজের ধীর গতি হলেও বর্তমান কাজের অগ্রগতি সন্তোষজনক।