
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাবে এনজিও রুপান্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় সাংবাদিক আলাউদ্দীন রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন রুপান্তরের জেলা কো – অর্ডিনেটর সাকী রিজওয়ানা। ইয়ুথ যুব ক্লাবের রাকিবুল ইসলাম উপস্থাপনা করেন। এসময় ইয়ুথ যুব ক্লাবের সদস্য কৃষ্ণা রাণী চক্রবর্তী, ছন্দা সুলতানা, আরিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।