প্রমথ সানা, পাইকগাছা থেকে: পাইকগাছায় ঘোষাল-মঠবাটী গ্রামের সংযোগ সড়কটির বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি আশপাশ জমি ছাড়া নীচ হওয়ায় বর্ষাকালে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকে। এক কথায় পানিতে টয়টম্বুর থাকে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারন করে। এটি উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল ও মঠবাটী গ্রামের সংযোগ স্থলে অবস্থিত সড়ক। যাকে সবাই কানা পুকুর নামে জানে। এটি গ্রাম্য সড়ক। পাশের প্রধান সড়ক থেকে এ সড়কটি অনেক নীচ। দু’ ধারে শত শত মানুষের বসতি। রাস্তার পূর্ব দিকে কচুবুনিয়া, ভেটক, বাইশার আবাদ, মটবাটী মৌজার বিশাল বিল অবস্থিত। যেখানে কমপক্ষে ১৬’শ বিঘা জমি। এ জমিতে কয়েক’শ লোক খন্ড খন্ড করে চিংড়ী ঘের করে জীবিকা নির্বাহ করে আসছেন। মৎস্য এলাকা হওয়ায় প্রতিনিয়ত চিংড়ী ও মাছ ব্যবসার সাথে জড়িত ৪০/৫০ জন ব্যবসায়ীসহ বহু লোক এ সড়কে যাতায়ত করে। ভ্যান, নসিমন, করিমন, পিকআপ গাড়িতে করে শত শত মণ মাছ ব্যবসায়ীরা পরিবহন করে থাকে। কিন্তু একমাত্র এ সড়কটিতে বর্ষাকালে পানি জমাট বেঁধে থাকায় চরম দুর্ভোগের কবলে পড়তে হয় তাদের। অনেক সময় মাছ বোঝায় গাড়ি উল্টে পড়ে। হাজার হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। বিশেষ করে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা বিপাকে পড়ে বেশি। দীর্ঘদিন সড়কটি উঁচু ও পাকা করার দাবী জানিয়ে আসছে স্থানীয় এলাকাবাসী। বিশেষ করে ভোটের সময় সবাই সড়কটি উঁচু ও পাকা করে দেন মুখে মুখে। ভোটের পরে আর কারো খোঁজ থাকে না বলে জানান স্থানীয় বাসিন্দার সুরজিৎ সরকার। স্থানীয় বাসিন্দার ডা. তপন কুমার রায় বলেন, জনপ্রতিনিধিদের বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এখন আর বলতে ভাল লাগেনা। জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে রাস্তাটি চলাচলের উপযোগী করতে আমরা এলাকাবাসী আপনাদের লেখনীর মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
পাইকগাছায় ঘোষাল-মঠবাটী গ্রামের সংযোগ সড়কের বেহাল দশা
পূর্ববর্তী পোস্ট