পাইকগাছা প্রতিবেদক :” আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” – প্রতিপাদ্যের আলোকে পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪” উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএম এ রাজ্জাক, সহ-সভাপতি আ. আজিজ, উপজেলা সিপিবির টিম লিডার মোঃ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা টিম লিডার মোঃ কবির উদ্দিন।
এছাড়া সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, বাবুল আক্তার, আলাউদ্দিন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির, আলম, সবুজ, পিআইও দপ্তরের মোঃ আজিজুল ইসলাম, মোঃ মারুফ বিল্লাহ, সুমন আহম্মেদ ও মনির হোসেন খান, সহ সিপিবির এস আই টুটুল, দীপংকর মন্ডল, রথীন, মোঃ ইব্রাহিম, মোঃরাসেল, মোঃ ওবায়দুল্লাহ, ডেপুটি ইউনিট টিম লিডার সৌরভ, সুমাইয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সিপিপি পৌরসভার স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।