পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় সিনিয়র সহকারী জজ মো. মোরশেদুল আলম এর অবকাশকালীন ছুটি উপলক্ষ্যে গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি এড. পঙ্কজ কুমার ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মো. মোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল ইসলাম, এড. সমীর কুমার বিশ্বাস, সরকারি কৌঁসুলি চিত্তরঞ্জন সরকার, সাবেক সভাপতি অজিত কুমার মন্ডল ও আ. সাত্তার, মো. শফিকুল ইসলাম, সুকান্ত রায় ও প্রধীশ হালদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ তৈয়ব হোসেন।