
আবু হাসান, কেশবপুর থেকে: কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জসীম উদ্দীনের বিজয় নিশ্চিত করতে পাঁজিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বেলকাটি ও সাগরদত্তকাটি গ্রামে ২৮ ডিসেম্বর দিনব্যাপী ৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জসীম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আলী আব্বাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, সাগরদত্তকাটি এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জসীম উদ্দীনের বিজয় নিশ্চিত করতে পাঁজিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বেলকাটি ও সাগরদত্তকাটি গ্রামে ৫টি উঠান বৈঠক জনসভায় রূপ নেয়।