আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা শহরের পাঁকাপোল মোড়ে আব্দুল হান্নান ইলেকট্রনিক দোকান মালিককে মারপিট করে মালামাল ও নগত টাকা লুটপাট এর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পাঁকাপোল মোড়ে আব্দুল হান্নান ইলেকট্রনিক এর দোকানে এঘটনা ঘটে। এঘটনায় আব্দুল হান্নান ইলেকট্রনিক এর মালিক আব্দুল হান্নান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সদরের বাঁশদাহ ভবানীপুর এলাকার মো. আজগর আলীর ছেলে আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, আমার ইলেকট্রনিক এর দোকানে অতর্কিত হামলা করেছে শহরের মুনজিতপুর এলাকার মৃত ইসরাকুল হক এর ছেলে মো. মুন্না’র নেতৃত্বে আরও ৮-১০ জন। অতর্কিত হামলা করে তারা আমাকে মারপিট করে দোকানের ক্যাশবাক্স থেকে নগত ২ লক্ষ ৫০ হাজার টাকা ও কয়েক লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়েগেছে। এসময় আমার আত্মচিৎকারে আশপাশের দোকানদারা ছুটে আসলে মুন্না ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দোকানে তাদের কাছে থাকা তালা লাগিয়ে চলে যায়। এঘটনায় আমি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি হামলা ও লুটপাটকারীর সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার তারেক মো. নাহিয়ান বলেন, এঘটনায় ইলেকট্রনিক এর দোকানদার বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পাঁকাপোল মোড়ে ইলেকট্রনিক’র দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট