
আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে আরও তিন ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ উঠেছে দলখদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার জেনিনের পশ্চিম তীরের শহরের কাছে একটি ফিলিস্তিনি গ্রামে এ ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনীর অভিযানে তারা নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনি রেডিও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনের দক্ষিণে জাবা গ্রামেও অভিযান চালিয়েছে। এ সময় তারা একটি বাড়ি ঘিরে রেখেছিল। সেখানে গুলি বিনিময় হয়েছে এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর একটি বিবৃতি জারি করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হামাস রেডিও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জাবা ব্রিগেড নামে একটি দলকে লক্ষ্যবস্তু করে তাদের নেতাকে হত্যা করেছে।
উল্লেখ্য, এর আগে জেনিনে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাস বন্দুকধারীসহ ছয় ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হলো। তারা গত ২৬ ফেব্রুয়ারি দুই ইহুদি বসতি স্থাপনকারীকে হত্যার জন্য সন্দেহভাজন ছিলেন। সূত্র : আরব নিউজ।