জাতীয় ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় মাইক্রোবাস চাপায় এক পুলিশ সদস্যসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত ও নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল মোতালেব। তিনি টাঙ্গাইলের বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন। অপর নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (টি আই এডমিন) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে একটি মাইক্রোবাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিলো। গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার সামনে আসে। সে সময় মহাসড়কের পাশে থাকা অটোরিকশাগুলো আচমকাই এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছিলো।
মাইক্রোটি যখন সেতুর টোলপ্লাজার দিকে অগ্রসর হবে, হঠাৎ একটি অটো সড়ক পার হওয়া শুরু করে। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাস চালক তার গাড়িটি এক নারী ও আমাদের পুলিশ সদস্য মোতালেবসহ একটি দোকানের ভিতর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব ও ওই নারী মারা যায়। এছাড়াও দোকানে থাকা আরো তিনজন গুরুতর আহত হয়। আহত ও নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।