
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য ও দূর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় নূরনগর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও নবযাত্রা প্রকল্প, বিশ্ব খাদ্য কর্মসূচির আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠানে ফিল্ট ফেসিলেটর কাজল সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহজ্জ্ব জি এম বখতিয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ডি এম মইজুদ্দিন আহমেদ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল করিম, খলিলুর রহমান, জমাত আলী, ইউপি সদস্যা রিজিয়া বেগম, চন্দনা রানী, সাংবাদিক এস এম জাকির হোসেন, দুরমুজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুমা সুলতানা, সহঃ শিক্ষিকা মরিয়ম খাতুন, জেসমিন, শাহিনাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত প্রশিক্ষনে টেননার হিসেবে ছিলেন- সুশিলনের ফিল্ট ফেসিলেটর রোজিনা পারভীন।
নূরনগর ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য ও দূর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখছেন, ইউপি চেয়ারম্যান আলহজ্জ্ব জি এম বখতিয়ার আহমেদ।