
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:”সচেতন হউন, ডেঙ্গু প্রতিরোধ করুন” এই শ্লোগানকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার নূরনগর ডেঙ্গু প্রতিরোধে হ্যান্ডবিল বিতরণ ও সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় নূরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধ কমিটির বাস্তবায়নে নূরনগর ইউপি চেয়ারম্যান আলহজ্জ্ব জি এম বখতিয়ার আহমেদের নেতৃত্বে এক সচেতনতা মূলক র্যালি নূরনগর ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব মোঃ আবু হেনা, ইউপি সদস্য খলিলুর রহমান, জমাত আলী, ইউপি সদস্যা রিজিয়া পারভীন, গ্রাম পুলিশ, বাজার কমিটির সাধারণ সম্পাদক কাশিনাথ দেবনাথ, সাংবাদিক এস এম জাকির হোসেনসহ ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় ইউপি চেয়ারম্যান জানান, এ কার্যক্রম চলমান থাকবে।