আব্দুর রশিদ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেস সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বাংলাদেশ কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ (মোজাফফর) সভাপতি হায়দার আলী শান্ত ও বাংলাদেশ জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। এসময় জেলা বাজাসদের নেতা আব্দুল্লাহ বিশ্বাস, ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে এড ইয়ারুল ইসলাম বলেন, “সংবিধানে বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে নির্বাহী বিভাগ। প্রতিটা সরকার নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে। ডিসিদের জেলা রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয় ফলে আমরা সুষ্ঠু নির্বাচন পাই না। প্রতিটা নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপি সংঘাত ময় পরিস্থিতি সৃষ্টি করে ফলে দেশের মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয়।”
নির্বাচন কমিশন বিষয়ে তিনি বলেন, “বিগত প্রতিটা সরকারই নির্বাচন কমিশনকে ঠুঠু জগন্নাথে পরিনত করেছে। ফলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। ”
মানববন্ধন থেকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার আহবান জানান তিনি।