
আগামী জাতীয় নির্বাচনে যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক যুব দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ।
এ সময় তিনি আরো বলেন, ইসলামের ইতিহাস বলে যুগে যুবকদের ভূমিকাই বেশী বদর, ওহুদ ও খন্দখ যুদ্ধে যুকদের মাধ্যমে বিজয়ের পথ সুগাম হয়ছিলো।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসাইন, নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, টিম সদস্য প্রভাষক মোক্তারুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান প্রমুখ