আন্তর্জাতিক ডেস্ক:
সাদা গাউন পরে নিজেকেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে ২৪ ঘণ্টা টিকলো না। বিয়ের একদিন পরই নিজেই ফের সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন ওই তরুণী। এই তরুণীর নাম সোফি মোর।
স্প্যানিশ এই তরুণী গত ২০ ফেব্রুয়ারি টুইটারে নিজের একটি সাদা গাউন পরা ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আজ আমি নিজের জন্য এই সাদা গাউনটি কিনেছি এবং বিয়ের কেকও বানিয়েছি।’ প্রত্যাশিতভাবেই সোফির সেই টুইটটি ভাইরাল হয়ে যায়। অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন তার এই সিদ্ধান্তে।
নেটিজেনদের প্রশ্নের উত্তরে সোফি জানান, ‘অন্য কাউকে বিয়ে করলে হয়তো তার সঙ্গে আমি মানিয়ে নিতে পারব না।’ ফলে ‘সোলোগ্যামি’ই তার জন্য সেরা বিকল্প।
তবে ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সোফির গলাতে শোনা গেল সম্পূর্ণ উল্টো সুর। ২১ ফেব্রুয়ারি করা আবারও একটি টুইটে সোফির দাবি, তিনি এই বিয়ের বন্ধন থেকে মুক্তি চান। অর্থাৎ এবার সোফি ডিভোর্স দিতে চান নিজেকেই!
দ্বিতীয় টুইটের পর বেশিরভাগ নেটিজেনের গলায় বিদ্রুপের সুর। ‘সোফির এই টুইট মনোযোগ আদায়ের চেষ্টা ছাড়া কিছুই না।’ এমনটাই মন্তব্য এক ফলোয়ারের। শুধু তাই নয় ধেয়ে এসেছে নানান মজার মন্তব্যও। যেমন, এক নেটিজেন লিখেই ফেললেন, ‘নিজেকে ডিভোর্স দিলে সোফি কি আমাদের কাউকে বেছে নেবেন?’
সূত্র : এনডিটিভি, দ্য ওয়াল