নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের তালতলা হাইস্কুল মাঠে এবং শহরের সঙ্গীতা মোড় এলাকার রাধানগরে অনুষ্ঠিত পৃথক দুটি সমাবেশে বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।
অন্যদিকে সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন।
সমাবেশে বক্তারা বলেন, ‘নাশকতা’ মামলার নামে সরকার ‘রসিকতা’ করছে। আমরা এই ‘রসিকতা’ আর দেখতে চাই না। হিরো আলমের মত প্রতিপক্ষকেও সরকার ভয় পায়। অর্থাৎ হিরো আলমের মত সাধারন এক অভিনেতার যে জনসমর্থন রয়েছে, আওয়ামী লীগের সেটুকুও নেই।
‘আমার ভোট আমি দেবো, আপনার ভোটও আমি দেবো’ সরকার এই নীতি মেনে চলছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, এই সরকার অনেক মায়ের বুক খালি করেছে। একটি ব্যাংক আরেকটি ব্যাংক থেকে টাকা ঋন নিচ্ছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দ‚রাবস্থা থেকে পরিত্রানের জন্য অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, শ্যামনগর উপজেলার বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওহেদ, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আাহবায়ক এড. আশেক এলাহী মুন্না, জেলা শ্রমিক দলের সহসাধারন সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির আহবায়ক মোঃ শের আলী, এড. নুরুল ইসলাম, হাফিজুর রহমান মুকুল, এড. ভুট্টো, লুৎফুর রহমান প্রমুখ।