প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ইয়ূথ হাবে সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জুন) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব- নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহণমূলক বাজেট মনিটরিং বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে।
প্রশিক্ষণের উদ্দেশ্য, বাজেট কি? অংশগ্রহনমূলক বাজেট প্রনয়ন ও তরূণদের করনীয়, এডভোকেসির বৈশিষ্ঠ্য ও উপাদান এডভোকেসির ধরন ও টুলস, প্রি-টেস্ট ও পোষ্ট টেস্ট, অংশগ্রহণমূলক পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়াকরণ, বাজেট প্রনয়ন ও উম্মুক্ত বাজেট, বাজেট বাস্তবায়ন ও মনিটরিং, সেবার খাতসমুহ, সুচক চিহ্নিত করণ বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এ স্থানীয় সরকারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনসাধারণের-অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ থাকলেও তার চর্চা এখনো সকল স্তরে শুরু হয়নি। কিছু কিছু এলাকায় তা হয়তো হচ্ছে কিন্ত যতটুকু হচ্ছে ততটুকু তাদের স্বেচ্ছায় হচ্ছে কি না তা আলোচনার দাবী রাখে। তাই এ বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে স্থানীয় সরকারের সাথে আলেচানা/ এ্যাডভোকেসি আবশ্যিক। যার মাধ্যমে তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সক্ষমতার বিকাশ ঘটবে।
বাজেট সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা বা আগ্রহ তেমন নেই বললেই চলে। বাজেট বলতে সাধারণ জনগণের বোধগম্যতার পরিধি দ্রব্যমূল্যের মূল্য হ্রাস-বৃদ্ধি পর্যন্ত সীমিত। অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ণে জনগণের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তরণদের এগিয়ে আসার বা উদ্যোগ নেয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে। বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে কার্যকরী করতে দরকার সাধারণ জনগণকে তাদের অংশগ্রহণের বৃদ্ধি করা। তাদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনেতার পাশাপাশি তা আদায়ে সংঘবদ্ধ করা।
সাধারণ জনগণকে তাদের বাজেটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাজেট পূর্ব ক্যাম্পেইনে অতি জরুরী।২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে উদ্যোগ গ্রহন করবে।
প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন রাকিব হোসেন, মো: সাদিকুল ইসলাম, মোছা: আমেনা খাতুন, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরিফুজ্জামান, শরিফ। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো. তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা প্রমুখ।