
প্রেস-বিজ্ঞপ্তি : সাতক্ষীরার বিশিষ্ট ব্যাবসায়ী সাংস্কৃতিক কর্মী ও সংগঠক সবার প্রিয় নাজমুল আরেফিন মিল্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরার বিশিষ্ট ব্যাবসায়ী সাংস্কৃতিক কর্মী ও সংগঠক নাজমুল আরেফিন মিল্টু শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিটে নিজস্ব বাসভবনে অসুস্থ জনিত কারনে শেষ নিঃশ^াস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। নাজমুল আরেফিন মিল্টু একজন বিশিষ্ট ব্যবসায়ী ও ভাল সংগঠক হিসেবে নিবেদিত প্রাণ ছিল। সে মৃত্যুকালে স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাতক্ষীরাবাসী একজন ব্যবসায়ী ও দক্ষ কর্মীকে হারাল। সাতক্ষীরার বিভিন্ন অঙ্গণে তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। এদিকে, সবার প্রিয় বিশিষ্ট ব্যাবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও দক্ষ সংগঠক নাজমুল আরেফিন মিল্ট’রু মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।