
তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আসাদুর রহমান (সেলিম) এর সেজ ভাই এবং নলতা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলহাজ্জ ইছাহক আলী সরদারের ৩য় পুত্র, মো. জাকির হোসেন সরদার (৬০) আর নেই (ইন্নালিল্লাহি………রাজিউন)।
তিনি বেশকিছুদিন যাবৎ হার্ট ও দুটি কিডনির সমস্যায় ভুগতে থাকলে বাংলাদেশ-ভারত চিকিৎসা শেষে নলতা শরীফের নিজস্ব বাসভবনে অবস্থানকালে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র, ৪ ভ্রাতা, ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৯৬ সালের ২৬ অক্টোবর মায়ের মৃত্যুর তারিখের দিনই ইন্তেকাল করা মো. জাকির হোসেন সরদারের ১ম নামাজে জানাযা বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে এবং বাসভবন সংলগ্ন ধানের চাতাওয়ালে ২য় নামাজে জান্যাা শেষে নলতার বাসভবন সংলগ্ন পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। ১ম নামাজে জানাযায় ইমামতি করেন নলতা শরীফের হাফেজ আলহাজ্জ মো. শামছুল হুদা এবং ২য় নামাজে জানাযা পরিচালনা করেন শানপুকুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আমিরুল ইসলাম।
নামাজে জানাযায় অংশগ্রহণ করেন নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মো. শাহাদাৎ হোসেন, মরহুমের ভ্রাতা এস এম খলিলুর রহমান, হাবিবুর রহমান বাবলু, এস এম আসাদুর রহমান সেলিম, জামাতা, মিশন কর্মকর্ত আলহাজ্জ মো. এনামুল হক খোকন, আলহাজ্জ মো. মালেকুজ্জামান, আলহাজ্জ মো. সাইদুর রহমান, আলহাজ্জ মো. ইউনুস, আলহাজ্জ আবুল ফজল, আলহাজ্জ একরামুল রেজা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ, পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো. আশরাফুল ইসলাম,সাবেক চেয়ারম্যান মো. আনছার আলী, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক মুসল্লী।
এদিকে একজন নির্ভিক, মিশুক ও সদালাপি স্বভাবের মানুষ সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন সরদারের মৃত্যুর খবর শুনে সকালে তার বাড়ীতে যেয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, নলতা শরীফ প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মরহুম জাকির হোসেনের বড় ভাই মো. শফিউল ইসলাম সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার জন্যও পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়।