
তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে: রাস্তায় চলাচলকারী ভ্যানচালক এবং পথচারীদের অনুরোধে নলতা মানিকতলা থেকে মাটিকোমরা পর্যন্ত চলাচলে অনুপযোগী সড়কের মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত মোট ১০ টি পয়েণ্টে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ইট, বালু এবং খোয়া দিয়ে মেরামত করে দিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম তুফান।
এসময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান খোকন, ইডার নির্বাহী পরিচালক মোঃ আকতার, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি জাহিদ হোসেন সানি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।