আব্দুর রহিম, কালিগঞ্জ: বেসরকারি উন্নয়ন সংস্থা (ব্র্যাক)-এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা নলতা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের সদস্য সচিব মো. কামরুজ্জামান। জলবায়ু ও নিরাপদ অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মো. হুমায়ুন রশীদ, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেসকাতুল আরিফিন, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক এবং অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড কর্মকর্তা খুকুমণি। প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির কাজকে সময় উপযোগী বলে মনে করেন এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত করেন।
নলতায় জলবায়ু ও অভিবাসন নিয়ে ব্রাকের অ্যাডভোকেসি কর্মশালা
পূর্ববর্তী পোস্ট