তরিকুল ইসলাম: কালিগঞ্জ উপজেলাধীন নলতা হাটখোলায় কাঁচাবাজার আড়ৎ’র বিপরীতে মাহফুজুল হক মার্কেটের নিচতলায় ওয়ালটন প্লাজা’র নিজস্ব শো রুম উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নলতায় ওয়ালটন প্লাজা’র নিজস্ব শো’রুম উদ্বোধন করেন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক ও সংবাদকর্মী মাহাবুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ওয়ালটন এর ডিভিশনাল ক্রেডিট মনিটরিং অফিসার মো: ওয়াহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, ক্রেডিট মনিটরিং অফিসার ইমরান হোসেন, নলতা শাখা ম্যানেজার অপু চৌধুরী, নলতা শাখার সিনিয়র অফিসার মিয়ারাজ হোসেন, প্রভাষক আব্দুল মজিদ, ম্যানেজার সাগর প্রমূখ। ওয়ালটন ক্যাম্পেইন সিজন-১৮ উপলক্ষে সারাদেশ ব্যাপী র্যালির অংশ হিসেবে উৎসবমূখর পরিবেশে ওয়ালটন প্লাজা- নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা শাখার পক্ষ থেকে সকালে ফিতা কেটে শো’রুম উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র্যালি নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ওয়ালটন প্লাজায় মিলিত হয়।
উল্লেখ্য, ওয়ালটন প্লাজা নলতা শাখা উদ্বোধনের পর বিশেষ মূল্য ছাড়ে এসি, ফ্রিজ, টিভি, ল্যাপটপ সহ নানান পন্যের মধ্য থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য ক্রেতা সাধারণের বেশ ভীড় পরিলক্ষিত হয়।