নিজস্ব প্রতিবদক: সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়ায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করেছেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়ায় যান এবং নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সেখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় করে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে গ্রামাঞ্চলে আপনাদের জন্য কমিউনিটি ক্লিনিক তৈরী করে দিয়েছেন। সেই সাথে প্রায় ৪০ প্রকারের বিভিন্ন রোগের ঔষধ ফ্রিতে দিচ্ছেন। গ্রাম হবে শহর সেই লক্ষ্যে শহরের সেবা গ্রামের মানুষের মাঝে পৌছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা বিশেষ পুরস্কার পেয়েছেন।” এসময় দলীয় নেতৃবৃন্দ, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নলকুড়ায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
পূর্ববর্তী পোস্ট