নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার নব দিগন্ত সংস্থার নিজস্ব উদ্যেগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় কোভিড-১৯ করোনা দূর্যোগে অসহায়, দরিদ্র ও ভুমিহীন ৪০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরন করা হয়েছে। আজ সোমবার সকালে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে, উক্ত সামগ্রী বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ সহিদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার শাহিনুর রহমান (শাহিন), বল্লী ইউ পি সদস্য মোঃ গোলাম কিবরিয়া, সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজহারুল হক, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, প্রকল্প সমন্বয়কারী মোঃ খালিদ হাসান, ফিল্ড ফ্যসিলেটর মোঃ আফছারউদ্দীন ও হিসারক্ষক আমামুল কবীর।