
প্রেস বিজ্ঞপ্তি:
নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে গতকাল নব জীবন প্রাঙ্গনে বাদ আছর সদ্য প্রয়াত উপাধ্যক্ষ মীর মোহাম্মদ ফকরউদ্দীন আলী আহম্মদ এর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব জীবন কার্য নির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খান, সহ-সভাপতি জোৎস্না আরা, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা এবং সদস্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ, নির্বাহী সদস্য আফরোজার রহমান খান চৌধুরী, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি ও নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নব জীবন সাধারণ পরিষদের সদস্য এড. মোঃ আসাদুল ইসলাম খান, মোঃ ওয়াহিদুজ্জামান খান সহ নবজীবন পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শহিদুল ইসলাম এবং পলাশপোল চৌধুরীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুস সাত্তার। এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠানে পলাশপোলস্থ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ০৫ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, দূরারোগ্য ক্যান্সার এ আক্রান্ত হয়ে গত ২০/০২/২০২৩ তারিখ রোজ সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।