নড়ইল সংবাদদাতা:
নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ । বৃহস্পতিবার (১৬ মার্চ) নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি, মানিকগঞ্জ, লোহাগড়া ও লক্ষীপাশা বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল কার্যালয় এ অভিযান পরিচালনা করে ।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স নিউ যশোর ফুড ২০ হাজার টাকা, মেসার্স আতাউর ষ্টোর ১হাজার টাকা, মেসার্স মানিক ষ্টোর ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ষ্টোর ১হাজার টাকা, মেসার্স মিথুন ষ্টোর ৫ হাজার টাকা, মেসার্স লোকনাথ বেকারি এন্ড কনফেকশনারি ১০ হাজার টাকা, মেসার্স অপূর্ব মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার টাকা, মেসার্স সাহাসুইটস ৫ হাজার টাকাসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।