নড়াইল সংবাদদাতা:
নড়াইলে চলতি মৌসুমে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। ২৭ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামানসহ সংশ্লিষ্টরা।
সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান তার বক্তব্যে বলেন, নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।