নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, মাদক, গুজব ও অনলাইন জুয়া খেলা বন্ধে তালা উপজেলার নগরঘাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভিন পাপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।