নজরুল ইসলাম, তালা: আগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে নগরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় নগরঘাটা রাইচমিল মোড় চত্বরে প্রভাষক মুহাঃ আবুবক্কর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জাপানেতা মো. আরশাফ আলী ফকির, মো. সমিরউদ্দীন মোড়ল, মো. আব্দুর রহমান সরদার, জাতীয় যুবসংহতির মো. শাহিনুর রহমান, জাতীয়ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মোঃ মাহমুদুর রহমান সরদার, সাধারন সম্পাদক মো. আইয়ুব হোসেন সরদার, ৪নং ওয়ার্ড ছাত্র সমাজ ননেতা, আব্দুল্ল্যাহ, ২নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. রাসেল হোসেন, সাধারন সম্পাদক মো. আরাফাত হোসেন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু এ দেশের মানুষের কল্যানে জুলুম নির্যাতন হয়রানি, সরকারি কর্মকর্তা কর্মচারিদের হাতথেকে হয়রানি বন্ধে উপজেলা পদ্ধতি চালু করেন। তিনি আরও বলেন, সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহব্বান জানান।
নগরঘাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের পথসভা
পূর্ববর্তী পোস্ট