আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: শ্যামনগরে নকিপুর ক্রিকেট জায়ান্টস একাডেমির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় নকিপুর ক্রিকেট জায়ান্টের আয়োজনে নকিপুর জমিদার বাড়ি মাঠে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে নকিপুর ক্রিকেট জায়ান্টস এর ভাইস চেয়ারম্যান এসএম ফেরদাউস হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ক্রীড়া সংগঠক সিনিয়র সাংবাদিক সামিউল আযম মনির, উপজেলা যুবলীগের আহবায়ক এসএম জাকির হোসেন, শ্যামনগর সদর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দেবাশীষ মুখার্জি। এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও শিক্ষক শামসুল হুদা ঝন্টু, সাবেক ক্রিকেটার বেলাল হোসেন, শ্যামনগর উপজেলার প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবু, শ্যামনগর সদর ইউপি সদস্য মিজানুর রহমান, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েচ, যুবনেতা সুমন, শাওন, মনির, সাদ্দাম হোসেন, ছাত্রনেতা ফয়সাল হায়দার প্রমুখ।
নকিপুর ক্রিকেট জায়ান্টস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট