
জাতীয় ডেস্ক:
নকল বৈদ্যুতিক পণ্য তৈরি ও বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, লালবাগ, বংশাল, ওয়ারী ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিএসটিআই’র প্রতিনিধির উপস্থিতিতে অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে যাত্রাবাড়ীর রাজু ক্যাবলসকে দুই লাখ ৫০ হাজার টাকা, ইমরান ইলেকট্রনিক্সকে ৫ লাখ টাকা, বাংলাদেশ ট্রাস্ট ক্যাবলসকে দুই লাখ টাকা, ফতুল্লার এক্সপ্রেস লুব্রিকেন্টসকে ৫ লাখ, কামরাঙ্গীরচরের সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজকে ২ লাখ, ঢাকা প্লাইউড ইন্ডাস্ট্রিজকে এক লাখ, ইমরান কেমিক্যালকে এক লাখ ১০ হাজার টাকা, কামরাঙ্গীর লালবাগের বিআরডি ক্যাবলসকে দুই লাখ টাকা, বংশালের মুসা ক্যাবলসকে দুই লাখ টাকা, ওয়ারীর সিলভি ক্যাবলসকে দুই লাখ এবং ওমর ক্যাবল কারখানাকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।