
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা-২০২১ শুরু হচ্ছে আজ শুক্রবার।
নওয়াপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে শুক্রবার মঙ্গলঘট স্থাপন ও আমন্ত্রণ অধিবাস হবে। সন্ধ্যা ৭ টায় হবে ভাগবত অনুষ্ঠান। ভাগবত আলোচনা করবেন প্রভু নিরঞ্জন গোস্বামী (বড়দল)। শনিবার শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা শুরু পুজাঅন্তে প্রসাদ বিতরণ। রবিবার জগদ্ধাত্রীদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে দর্পন, বিসর্জন এবং যাত্রামঙ্গল। সন্ধ্যায় ধর্মীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সোমবার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।