
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের একাধিক মসজিদ, মন্দির ও সেচ প্রকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৬ জুন) বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আঃ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সভাপতিদের হাতে চেক তুলে দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। চেকপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সুপারিঘাটা সার্বজনিন মন্দির, কোমরপুর মাঝের পাড়া জামে মসজিদ, জাহানাবাজ কালিমাতা মন্দির, বড়দল জামে মসজিদ, বাগডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদ, বালুইগাছা বাইতুল আকসা জামে মসজিদ, বালুইগাছা সেচ কমিটি, ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ব্রহ্মরাজপুর শাখা, ব্রহ্মরাজপুর সরদার বাড়ী জামে মসজিদ প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ছাত্রলীগ সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক আরশাদ আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, শিক্ষক হাবিবুর রহমান, বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য দুলাল সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ সভাপতি আজাহারুল ইসলাম ।