
ধুলিহর প্রতিনিধি: ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ অভিভাবক সম্মেলন ও ২০২৫ সালের এস এস সি ও সমমানের পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মামননা প্রদান করা হয়।
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক ওমর ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বরী আনওয়ারুল ইসলাম, সাংবাদিক শাহাদাত হোসেন বাবু,সাংবাদিক ইমরান হোসেন,অত্র বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান,রুহুল আমিন বাবলু, হাবিবুর রহমান,শামসুর রহমান,সুধাংশু কুমার গাইন,রেহেনা আক্তার বানু,মনজুর এ মতিন সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। জিপিএ৫ প্রাপ্ত আব্দুল্লাহ,রায়হান হোসেন,মিশকাত শরীফ,তানজিদুল ইসলাম ও প্রিয়ন্তী পালকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।এসময় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বলেন,আজ আমরা যে ভালো ফলাফল করছি তার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, আমাদের বিদ্যালয়ের শিক্ষক সহ অভিভাবকদের ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকরা আমাদের জন্য অনেক পরিশ্রম করে যার কারনে আমরা সুন্দর ফলাফল করছি, বিদ্যালয়ে উপস্থিত থাকা ভালো ফলাফলের অন্যতম শর্ত, আমাদের ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চায়।প্রধান অতিথি প্রভাষক ওমর ফারুক বলেন,প্রত্যেক অভিভাবককে তার সন্তানের শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব করতে হবে তা না হলে সন্তানকে সম্পদের রুপন্তর করা যাবে না। শিক্ষায় জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তিনি বলেন অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স ম আব্দুর রউপ তিনি মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করে গেছেন তার স্বপ্নকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে এই বাস্তবে রূপ যার জন্য যা যা করা দরকার আমাদের তাই করতে হবে।