আমীরুল ইসলাম রাজীব, ধুলিহর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের ভালুকা চাঁদপুর কুলপোতা আশ্রায়ণ প্রকল্পে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবের সৌজন্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২২ জুলাই) বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা: ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক সৈয়েদা সুলতানা সালমা, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, জেলা নাগরিক ঐক্যের নির্বাহী সদস্য মো. ছিদ্দিকুর রহমান, ধুলিহর ভূমিকর্ম কর্মকর্তা রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য শরিফুল ইসলাম মোড়ল, উত্তরণ প্রকল্পের প্রতিনিধি নাজনীন নাহার প্রমুখ। সুবিধাভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিরা প্রতি বছর এই কর্মসূচি চালু রাখার আশা ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মো. আব্দুস সামাদ।
ধুলিহরে গৃহহীনদের স্বপ্নের নীড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পূর্ববর্তী পোস্ট