নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা কল্পনা শেষে ধলবাড়িয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন সজল মুখার্জী। শুক্রবার বিকালে ঢাকা থেকে সাতক্ষীরা জেলা শহর ঘুরে প্রথমে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন সজল মুখার্জী । পরে ইউনিয়নের হাজার হাজার মানুষের সাথে নিজ ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী মত বিনিময় করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় ধলবাড়িয়া চৌমহনী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে নৌকার মাঝি সজল মুখার্জী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করে দিলেন, টাকায় নৌকার মনোনয়ন হয় না। আপনাদের ভালবাসা সাথে ছিলো বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় নৌকা প্রতীক দিয়েছেন।
এসময় কান্না বিজড়িত কন্ঠে সজল মুখার্জী সাতক্ষীরা-৩ আসনের এমপি ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা- ৪ আসনের এমপি জগলুল হায়দার, ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, কার্ড বা চাল বিতরণে কোন অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে। সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে এ ধলবাড়িয়া ইউনিয়নকে মনের মাধুরি মেশানো রং দিয়ে সাজাতে চাই। এ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
নির্বাচনী পথসভায় উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ মন্ডল, সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার মন্ডল, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পথসভা শেষে সাধারণ মানুষের ফুলেল শুভেচছায় সিক্ত হন নৌকার মাঝি সজল মুখার্জী।