
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৯৮ রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। এবার তাদেরই বিপক্ষে মাত্র ৫.৩ ওভারেই শতরান তুলে নিয়ে নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। যা কিনা দ্রুততম শতরানেরও রেকর্ড।
সেঞ্চুরিয়নে রোববার (২৬ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের দেয়া ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করছে প্রোটিয়ারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে তাদের সংগ্রহ ১০২ রান।
বিধ্বংসী ব্যাটিংয়ে কুইন্টন ডি কক ১৫ বলে ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন। ঝড় তুলছেন তার সঙ্গী রেজা হেন্ড্রিকসও।
এর আগে ২০২১ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে মাত্র ৬.১ ওভারে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৩২ রান তাড়া করতে নেমে ৪১ বল হাতে রেখে ম্যাচটি তারা জিতে যায় ৪ উইকেটের ব্যবধানে।
তার দুই বছর পর তাদেরই বিপক্ষে ৪ বল কম খেলে সে রেকর্ড দখলে নিল প্রোটিয়ারা। ২৫৯ রান তাড়া করতে পারলে ডি ককরা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও গড়বে।
২০ ওভারের ম্যাচে এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের দেয়া ২৪৩ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।
এদিকে সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লসের ৪৬ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। ১০ চার ও ১১ ছক্কার মারে সাজানো ছিল চার্লসের ইনিংসটি । এছাড়া ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫১ রান করে ইনিংস বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাইল মেয়ার্স।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।