
আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা থেকে প্রকাশিত একাত্তরের চেতনায় বিশ্বাসী দৈনিক সাতনদী পরিবার ও আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনির কুল্যা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় শোক দিবসের কালো ব্যাজ ধারন, জাতীয় ও শোক পতাকা অর্ধনমিত/উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা করা হয়। এ উপলক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে গণভোজ বিতরন করা হয়।
এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭টি মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদগুলো হলো- গুনাকরকাটি পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদ, গুনাকরকাটি দরবার শরীফ জামে মসজিদ, আগরদাড়ী উত্তরপাড়া জামে মসজিদ, কচুয়া বায়তুন নূর জামে মসজিদ, কুল্যার তিনটি জামে মসজিদ, বাহাদুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, কাটাকালি জামে মসজিদ, মাদারবাড়িয়ার ২টি জামে মসজিদ, আইতলা জামে মসজিদ, মহাজনপুরের দুইটি জামে মসজিদ, দাদপুরের দুইটি জামে মসজিদ ও কাদাকাটি আরআর জামে মসজিদ। দোয়ানুষ্ঠানে মসজিদ সমুহের মুসল্লিরা অংশগ্রহন করেন। দোয়ানুষ্ঠানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে স্ব স্ব মসজিদের ইমামরা মোনাজাত পরিচালনা করেন।