
মামুন বিল্লাহ, কালিগঞ্জ: দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক বিশিষ্ট সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের নামে মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ এর প্রতিবাদ জানিয়েছেন নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মির জাহাঙ্গীর আলম, নলতা শরিফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সাত নদী পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধ ও জাতীয় দৈনিক জনবানী পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধ প্রভাষক মামুন বিল্লাহ, নলতা শরীফ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবার, নলতা শরিফ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নলতা শরিফ প্রেসক্লাবের প্রচার বিষয়ক সম্পাদক আবুল হোসাইন, নলতা শরীফ প্রেসক্লাবের সদস্য হারুনার রশিদ,সাংবাদিক মাস্টার মাহাবুর রহমান, সাংবাদিক ডাক্তার মনিরুজ্জামান,সাংবাদিক লতিফুর রহমান। উল্লেখ্য ঘটনা দেবহাটা লশি খালিশি খালির জমি দখলকে কেন্দ্র করে একটি হত্যা ঘটনা ঘটে উক্ত আত্মা ঘটনায় দৈনিক সাত নদী পত্রিকার সম্পাদক বিশিষ্ট সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের নামে অজ্ঞাত কারণে হত্যা মামলা মামলা দায়ের করেন পরবর্তীতে হাইকোর্টে জামিনের পর সাতক্ষীরা আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জনাব হাবিবুর রহমান হাবিব কে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আমরা নলতা শরিফ প্রেসক্লাবের সাংবাদিকগন হাবিবুর রহমান হাবিবের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবি জানাই।