প্রেস বিজ্ঞপ্তি: খুলনার বহুল প্রচারিত ও জনপ্রিয় ‘দৈনিক খুলনা’র ‘সাতক্ষীরা জেলা ব্যুরো চিফ’ হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শেখ কামরুল ইসলাম। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এসএম মাহাবুবুর রহমান স্বাক্ষরিত পরিচয়পত্র প্রদান করেন। শেখ কামরুল ইসলাম একই সাথে জাতীয় দৈনিক চিত্র’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলা’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সাংবাদিক শেখ কামরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জালাল উদ্দীনের মেজ ছেলে। ২০০৯ সাল থেকে তিনি স্থানীয়, আঞ্চলিক, জাতীয় পত্রিকা এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দৈনিক খুলনা’র সাতক্ষীরা ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শেখ কামরুল ইসলাম
পূর্ববর্তী পোস্ট