ইন্দ্রজিত সাধু, পাটকেলঘাটা থেকে:
দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা ” আমাদের সময়” পত্রিকার নামে ফেসবুকে একটি ফেক আইডি খুলে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণা করছে একটি প্রতারক চক্র। ঐ চক্রের ফেসবুক আইডি ভিজিট করে দেখা যায়, গতকাল ঐ ফেসবুক আই ডি থেকে প্রতিটি জেলায় সাংবাদিক হিসেবে কাজ করার জন্য নারী, পুরুষ উভয়ের কাছ থেকে জীবন বৃন্তান্ত চেয়ে তাদের ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়।
ইনবক্সে ( ম্যাসেন্জার) যোগাযোগ করা হলে সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ১০০০ টাকা বিকাশ বা রকেটে পাঠাতে বলা হয়। এ সময় আরো বলা হয় যদি ক্যামেরা নেওয়া হয় সেক্ষেত্রে অতিরিক্ত আরও ১৫০০ টাকা দিতে বলা হবে। ক্যামেরার দাম হিসেবে ২৫ হাজার টাকার কথা বলা হয়।
ক্যামেরা নিলে প্রতিমাসে ১০০০ টাকা করে সমন্বয় করা হবে বলে বলা হয়। ঐ সময় বারবার টাকা পাঠানোর জন্য বিভিন্ন কৌশলে এই প্রতিনিধিকে উৎসাহিত করা হয়। বিষয়টি এই প্রতিনিধির সন্দেহ হলে, তিনি সরাসরি আমাদের সময় পত্রিকার প্রধান কার্যালয়ের নিউজ নাম্বারে ফোন করলে আমাদের সময় কর্তৃপক্ষ জানান, বিষয়টা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে।
আমরা এই বিষটা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে নিয়ে এসেছি। তারা সার্বক্ষণিক সেটা পর্য়বেক্ষনে রেখেছে। কেউ যেন এই প্রতারক চক্রের খপ্পরে না পড়ে সে ব্যাপারে সকল কে সচেতন থাকার জন্য অনুরোধ করছি।